Image description
 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ দিয়ে ক্যারিবিয়ান সাগরে জলদস্যুতা পুনরুজ্জীবিত করছে যুক্তরাষ্ট্র। মস্কো আশা করছে, বিপর্যয় এড়াতে সঠিক সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

 

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আজ আমরা ক্যারিবিয়ান সাগরে অরাজকতা দেখছি, যেখানে জলদস্যুতা এবং ডাকাতি পুনরুজ্জীবিত হচ্ছে।’

  

তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে উত্তেজনা কমানোর পক্ষে কথা বলছি। আমরা আশা করি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবেন।’

জাখারোভা আরো বলেন, ‘আমরা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা এবং তার দেশের স্থিতিশীল ও নিরাপদ উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিকোলাস মাদুরোর সরকারের প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন নিশ্চিত করছি।’

 

তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক উপস্থিতি নিয়ে এই সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, যেখানে বেশিরভাগ দেশ ওয়াশিংটনের পদক্ষেপের সমালোচনা করেছে।

তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং নৌ চলাচলের স্বাধীনতাকে লঙ্ঘন করে। উত্তেজনা কমিয়ে ‘শান্তির অঞ্চল’ হিসেবে এই অঞ্চলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।