Image description

ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির বেষ্টিত আটককেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন ইসরাইলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির । ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিরা যাতে কোনোভাবেই পালাতে না পারে, সেজন্যই এ ধরনের আটককেন্দ্র তৈরির প্রস্তাব করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, বেন-গভির গত সপ্তাহে ইসরাইলের কারা পরিষেবার প্রধান কমিশনার কোবি ইয়াকোবির সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন সভায় তার প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবিত স্থানটি উত্তর ইসরাইলের হামাত গাদের এলাকার কাছে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। এখানে একটি কুমিরের খামার ও একটি চিড়িয়াখানা রয়েছে।

ইসরাইলি পার্লামেন্ট আগামীতে বেন-গভিরের প্রস্তাবিত একটি বিলের ওপর ভোটাভুটি করবে বলে আশা করা হচ্ছে। ওই বিলে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তাব দেয়া হয়েছে।

ফিলিস্তিনি এবং ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুসারে, ইসরাইলে বর্তমানে নয় হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৭০ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় এক লাখ ৭১ হাজার ২০০ জন।

সূত্র: মিডল ইস্ট মনিটর