জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ভারতের বেশিরভাগ গণমাধ্যম হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে।
দ্য হিন্দু শিরোনাম করেছে, তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সংহিংসতা; গণমাধ্যম কার্যালয়ে আগুন।
ট্রাম্পের বর্ষপূর্তি ভাষণে নিশানায় অভিবাসীরাট্রাম্পের বর্ষপূর্তি ভাষণে নিশানায় অভিবাসীরা
হিন্দুস্তান টাইমস জানায়, ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন শহরে উত্তেজনা দেখা দিয়েছে। গনমাধ্যমের অফিসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ শুরু হওয়ায় বাংলাদেশে উত্তেজনা বিরাজ করছে।
ইন্ডিয়া টুডে জানায়, বিশিষ্ট ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশের রাজধানীতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। কিছু গণমাধ্যম অফিসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা।
গাজায় নতুন করে আগ্রাসন শুরুর কথা ভাবছে ইসরাইলগাজায় নতুন করে আগ্রাসন শুরুর কথা ভাবছে ইসরাইল
আনন্দবাজার তাদের শিরোনাম করেছে, ‘রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে।’ বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের খবর প্রকাশ করেছে তারা।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, গণমাধ্যম অফিসে হামলার বিষয়গুলো তুলে ধরে প্রতিবেদন করেছে ভারতের আরেক গণমাধ্যম সংবাদ প্রতিদিন।