Image description
 

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হওয়ার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এবার নেতানিয়াহুকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্কবার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গাজা নগরীতে ইসরায়েলের সাম্প্রতিক এক হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদসহ চারজন নিহত হওয়ার পর এই কড়া বার্তা পাঠানো হয়। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, নেতানিয়াহুকে পাঠানো বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, তিনি যদি নিজের সুনাম নষ্ট করতে চান বা চুক্তি ভঙ্গের প্রমাণ দিতে চান তবে সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু ব্যক্তিগতভাবে গাজা চুক্তির মধ্যস্থতা করেছেন, তাই মার্কিন প্রশাসন কোনোভাবেই প্রেসিডেন্টের সুনাম ক্ষুণ্ণ হতে দেবে না। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, ওই হামলার আগে ইসরায়েলি সরকার ওয়াশিংটনকে কোনো পূর্বাবাস দেয়নি বা আলোচনাও করেনি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও গত শনিবার ইসরায়েলের বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হন, যাকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক চুক্তি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত ৩৯১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।

 

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ১০০-এর বেশি। যুদ্ধবিরতি চলার পরেও ইসরায়েলের অব্যাহত হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও জটিল করে তুলছে।