সৌদি আরব ও রাশিয়া পারস্পরিকভাবে উভয় দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়ায় প্রবেশের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে সাধারণ পাসপোর্টধারী সৌদি ও রুশ নাগরিকরা আর আগাম ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির ক্ষেত্রে রাশিয়াই প্রথম দেশ, যার সঙ্গে সৌদি আরব এমন চুক্তি করল।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগ দুই ‘ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ’ দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে এটি পর্যটন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে।
চুক্তি অনুযায়ী, সৌদি আরব ও রাশিয়ার নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারবেন। তারা একটানা সর্বোচ্চ ৯০ দিন অথবা এক বছরের মধ্যে একাধিকবার মিলিয়ে মোট ৯০ দিন অবস্থান করতে পারবেন।
তবে কাজ, পড়াশোনা, হজ পালন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে উভয় দেশের নাগরিকদের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক থাকবে।
উল্লেখ্য, এর আগে চলতি বছর সৌদি আরব সরকার সব ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য দেশ ছাড়ার বৈধ সময়সীমা ৩০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছিল।