Image description

কম্বোডিয়ার সেনাদের গুলিতে এক থাই সৈন্য নিহত হওয়ার পর থাইল্যান্ড সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে থাই সেনাবাহিনী এ হামলা চালায়। খবর আল জাজিরা।

রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারী জানান, উবন রাচাথানি প্রদেশের নাম ইউয়েন জেলার চং বক এলাকায় কম্বোডিয়ান বাহিনী থাই সেনাদের ওপর গুলি চালায়। এতে এক সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। এর পরই থাই বাহিনী বিমান মোতায়েন করে পাল্টা হামলা চালায়।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সেনারা দ্রুত কাজ করছে।

 

অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা বলেন, প্রেহা ভিহিয়ার ও ওড্ডার মিয়ানচে প্রদেশে অবস্থানরত তাদের সেনাদের ওপর ভোরে থাই বাহিনী বিমান হামলা চালায়। কম্বোডিয়া এখনো কোনো প্রতিশোধ নেয়নি বলেও জানান তিনি।

 
 

যুদ্ধবিরতির পরও উত্তেজনা

 

জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। সেই সংঘাতে অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে শান্তিচুক্তিও সই হয়।

কিন্তু উত্তেজনা কমেনি। গত মাসে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করে। কম্বোডিয়ার দাবি—ল্যান্ডমাইনটি পুরোনো যুদ্ধের অবশিষ্ট।

এক শতাব্দীর পুরোনো সীমান্ত বিরোধ

৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশ কিছু অংশ এখনও অচিহ্নিত। ১৯০৭ সালে ফরাসি শাসনামলে মানচিত্র তৈরির পর থেকেই এই বিরোধ চলে আসছে। সময় সময়ে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। ২০১১ সালের সপ্তাহব্যাপী দুদেশের মধ্যে আর্টিলারি যুদ্ধ হয়েছিল।

বর্তমান হামলা দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনাকে আবারও উসকে দিয়েছে।