কেনিয়ার একটি সরকারি হাসপাতালে এক রোগীকে X-ray করা হয়েছিল এবং তাকে জানানো হয় যে তার বুকের ভেতরে একটি জীবন্ত তেলাপোকা রয়েছে। ডাক্তার বলেন, “আপনাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হবে।” এরপর রোগী সিঙ্গাপুরে গিয়েছিলেন, তবে সেখানকার চিকিৎসকরা জানালেন যে তেলাপোকাটি রোগীর বুকের ভেতরে নয়, বরং X-ray মেশিনের ভেতরে ছিল!
এই অদ্ভুত ভুলের কারণে রোগীকে বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে সিঙ্গাপুরে চিকিৎসকরা বিষয়টি পরিষ্কার করেন এবং জানান যে X-ray মেশিনের ভিতর তেলাপোকাটি আটকে ছিল।