বিহারের বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ৮৯ আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর একদিন পরই বিহার রাজ্য শাখা বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।
আর কে সিংয়ের পাশাপাশি দলীয় আরেক নেতা অশোক আগরওয়ালকেও দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
দুজনকে সাময়িক বহিষ্কার ঘোষণার পৃথক চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলবিরোধী কর্মকাণ্ডের কারণে আরা–এর বিজেপিদলীয় সাবেক সংসদ সদস্য আর কে সিং এবং এমএলসি অশোক আগরওয়ালের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজ্য বিজেপি সিং ও আগরওয়ালকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে এবং তা লিখিত জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বিজেপির অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আর কে সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে—দলবিরোধী কার্যকলাপ বিশেষ করে সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ড। সূত্রগুলো জানিয়েছে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিজের দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন।