Image description
 

হোয়াইট হাউস এবার একইসঙ্গে ব্যতিক্রমী ও হাস্যকর একটি মুহূর্তের সাক্ষী হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইটহাউস পরিদর্শনে আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গায়ে আচমকাই সুগন্ধি ছিটিয়ে দিলেন। আর এরপরপরই তার হাতে তুলে দিলেন এক বোতল পারফিউম।

মুহূর্তেই কক্ষে ছড়িয়ে পড়ল সুবাস, আর সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ভেঙে পড়ল উপস্থিত সবাই। ট্রাম্প তখন মজার ছলে প্রেসিডেন্ট শারাকে জিজ্ঞেস করলেন- তো এবার বলুন, আপনার কয়জন স্ত্রী?

ট্রাম্পের এমন অপ্রত্যাশিত প্রশ্নে অনেকটাই অপ্রস্তুত হয়ে যান আল শারা। তবে পরক্ষণেই নিজেকে সামলে হেসে জবাব দেন, মাত্র একজন।

 

ট্রাম্প তখন চোখ টিপে বললেন, যাই হোক আগে থেকে তো আর অনুমান করা যায় না। সাম্প্রতিককালে ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়।

 

এটাই প্রথমবার কোনো সিরীয় নেতার যুক্তরাষ্ট্র সফর। ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতা ছিলেন। গত ডিসেম্বর তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করেন।

 

তার এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন- আহমেদ আল শারা কঠিন এক জায়গা থেকে এসেছে, কিন্তু সে দৃঢ়চেতা মানুষ। আমরা চাই সিরিয়া সফল হোক। উল্লেখ্য, আহমেদ আল শারার স্ত্রীর নাম লতিফা আল দ্রৌবি। তার জন্ম ১৯৮৪ সালের দিকে। দামেস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে আল শারার সঙ্গে তার পরিচয়। তারা ২০১২ সালের দিকে বিয়ে করেন। এই দম্পতির ৩ সন্তান রয়েছে।