Image description

উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ তাৎক্ষণিকভাবে আর কোনো বিবরণ প্রকাশ করেননি। এটি কী ধরনের ব্যালিস্টিক অস্ত্র ছিল বা এটি কতদূর উড়েছিল তা স্পষ্ট নয়।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করা হচ্ছে।

 
তিনি আরো জানিয়েছেন, কর্তৃপক্ষ উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

 

ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিম জং-উন সিদ্ধান্ত নিলেই তা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব। বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে।

সংসদের গোয়েন্দা কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইনপ্রণেতাদের ব্রিফ করেন এবং তাদের মূল্যায়ন তুলে ধরেন।

 
শাসক দল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য পার্ক সান-ওন এবং বিরোধী দল পিপল পাওয়ার পার্টির লি সিয়ং-কিউন বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘যদি কিম পুংগ্যে-রি’র ৩ নম্বর টানেল ব্যবহার করে একটি পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন, তবে তা অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা যেতে পারে।’

 

এর আগে, গত মাসে একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার এই সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সূত্র : রয়টার্স।