Image description
 

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার আলোচনা ছিল দারুণ। তিনি রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই। আমরা বিষয়টি ঠিক করব- আমি সেখানে যাব

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘মহান ব্যক্তি’ ও ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরই তিনি ভারত সফরে যেতে পারেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ট্রাম্পের এ সফর হতে পারে।

ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার আলোচনা ছিল দারুণ। তিনি রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই। আমরা বিষয়টি ঠিক করব- আমি সেখানে যাব।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি। আমি সেখানে যাচ্ছি।”

আগামী বছর ভারত সফরের পরিকল্পনা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, “হ্যাঁ, এটা হতে পারে।”

উল্লেখ্য, ভারতের উপর অতিরিক্ত শুল্কারোপের কারণে দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, কোয়াড সম্মেলনে ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প।

তবে এবার নিজ মুখেই তিনি ভারত সফরের ইঙ্গিত দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প-মোদি সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতা দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শীর্ষনিউজ