যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। আগুন জ্বলছে।
এতে বলা হয়, কার্গো বিমানটি ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল। বিধ্বস্ত হওয়ার সময় ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল।
লুইসভিলের মেয়র জানান, বিমানটিতে প্রচুর জ্বালানি ছিল এবং ঘটনাস্থলে এখনো আগুন জ্বলছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ইউপিএস ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা করেছিল। দুর্ঘটনার কারণ জানা যায়নি।