যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
এদিন কুইন্সের অ্যাস্টোরিয়ায় একটি উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডেমোক্র্যাট দল থেকে মনোনীত মেয়র প্রার্থী ও মুসলিম নেতা জোহরান মামদানিকে বেশ আশাবাদী বলে মনে হয়েছিল।
‘আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে, অতীতের রাজনীতিকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে,’ তিনি বলেন। কিছু জরিপকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন যে নিউ ইয়র্কবাসীর সংখ্যাগরিষ্ঠের সমর্থন তার নাও থাকতে পারে, তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে জয় নিজেই একটি ম্যান্ডেট।’
নির্বাচনী দৌড়ে জয়ী হলে ফেডারেল তহবিল আটকে রাখার ট্রাম্পের হুমকির জবাবে তিনি কীভাবে পরিকল্পনা করবেন জানতে চাইলে মামদানি বলেন, ‘আমি শহরের পাওনা প্রতিটি ডলারের জন্য লড়াই করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’