পশ্চিম তীরে রামাল্লাহ শহরের সিলওয়াদ এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাতে একটি তল্লাশির সময় ইসরায়েলি সেনারা ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ইয়ামেন সামেদ হামেদকে হত্যা করেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরায়েলি সেনারা গুলি, গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে, যার ফলে সেখানে সংঘর্ষ বাধে এবং ইয়ামেন সামেদ গুলিবিদ্ধ হয়।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত কিশোরকে হাসপাতালে পৌঁছে দেয়ার আগে অ্যাম্বুল্যান্সকে বাধা দেয়, ফলে কিছু সময় সামাদ মাটিতে পড়ে থাকে। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার সুযোগ পান।
রামাল্লাহর ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা পরে তার মৃত্যু নিশ্চিত করেছে।
পশ্চিম তটে ইসরায়েলি হামলা ২০২৩ সালের অক্টোবর থেকে তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, এই সময়ে ১,০৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১০,৩০০ জন আহত হয়েছেন।
এরই মধ্যে গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের ফিলিস্তিনি এলাকায় দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তট ও পূর্ব জেরুজালেমের সব বসতি দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছিল।
সূত্র: আনাদুলু এজেন্সি।