ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ার কমান্ডাররা অথবা ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যম ভার্স্টকারের একটি নতুন তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্য, মৃতদের আত্মীয়স্বজন, ফাঁস হওয়া ভিডিও এবং সরকারি অভিযোগের রেকর্ডের সাক্ষ্যের ভিত্তিতে ভার্স্টকার জানিয়েছে, তারা ১০১ জন রাশিয়ান সেনাকে শনাক্ত করেছে যারা তাদের নিজস্ব সহকর্মীদের হত্যা, নির্যাতন বা মারাত্মক শাস্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা কমপক্ষে ১৫০ জন নিহতের সত্যতা যাচাই করেছে। তবে তারা বিশ্বাস করে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি।
ক্রেমলিন রুশ সেনাদের মধ্যে শৃঙ্খলাহীনতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে এই ধরনের সমস্যা ব্যাপক।
কিন্তু ভার্স্টকার প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত বলে মনে হচ্ছে। প্রতিবেদনটিতে রুশ সেনাদের মধ্যে আনুগত্য এবং সন্ত্রাস জোরদার করার জন্য ব্যবহৃত পদ্ধতির একটি বিস্তারিত তালিকা রয়েছে।
ভার্স্টকার সেনাদের সাক্ষ্য উদ্ধৃত করে জানিয়েছে, কমান্ডাররা ‘মৃত্যুদণ্ড কার্যকরকারী’ নিয়োগ করেছিলেন যাতে তারা প্রত্যাখ্যানকারীদের উপর গুলি চালাতে পারে এবং পরে তাদের মৃতদেহ নদী বা অগভীর কবরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে যুদ্ধে নিহত হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করা হয়।
অন্যান্য বিবরণে কমান্ডারদের আহত বা পশ্চাদপসরণকারী সেনাদের ‘হত্যা’ করার জন্য ড্রোন এবং বিস্ফোরক ব্যবহারের কথা বলা হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে, অফিসাররা ড্রোন অপারেটরদের তাদের নিজস্ব লোকদের উপর গ্রেনেড ছুঁড়তে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
বিডি প্রতিদিন