মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। চীন ও রাশিয়ার মতো সমপর্যায়ের ক্ষমতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে এই নির্দেশ দেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপি।
এর আগে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা করে মস্কো সফলভাবে একটি পারমাণবিক সক্ষম পানির নিচের ড্রোন পরীক্ষা করেছে। এর পরপরই ট্রাম্প এই নির্দেশ দেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, অন্যান্য দেশ যখন পরীক্ষা চালাচ্ছে, তখন আমরাও আমাদের প্রতিরক্ষা দফতরকে একই পর্যায়ের পরীক্ষা শুরু করতে বলেছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষেধ চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে সামরিক বা বেসামরিক যেকোনো ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : এএফপি