Image description
 

ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ইসরাইলের নেসেট সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি যুদ্ধের সময় ১৮ মাসে কমপক্ষে ২৭৯ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলি সৈন্যদের উদ্বেগজনকহারে আত্মহত্যার চেষ্টা বেড়েছে। এই সময়ের মধ্যে ৩৬ জন আত্মহত্যার করে মৃত্যুবরণ করেছে।

 
 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করে মারা গেছে। তাদের মধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কর্মরত, ২১ শতাংশ রিজার্ভ এবং ১১ শতাংশ স্থায়ী কর্তব্যরত।

নেসেটের বামপন্থী সদস্য ওফের কাসিফ বলেন, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আত্মহত্যা মহামারী আকারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর বিপরীতে সৈন্যদের জন্য প্রকৃত সহায়তা ব্যবস্থা করা প্রয়োজন।