Image description

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য 'অসত্য ও পরিকল্পিত গুজব' বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।
ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ।
বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, "শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে"।
মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়।
সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- "আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাবো কেন? আমি সুস্থ্য আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে"।
তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
শেখ হাসিনাসহ তার সরকারের সাবেক শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বাংলাদেশে মানবতাবিরোধী, দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগে বিচার চলছে। এর কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।