Image description
 

নানা নাটকীয়তার পর গতকাল রোববার থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। বিরতির প্রথম দিনে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।

 
 

অন্যদিকে ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ৯০ নারী-শিশু বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে ইসরায়েল।

 

আজ সোমবার পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

 

ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা সদরদপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছে থাকা তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখছিলেন। তিন নারী জিম্মিকে হস্তান্তরের সময় অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়। 

 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া তিন নারী রোমি গোনেন, দরোন স্ট্রেনব্রেচার এবং এমিলি দামারিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে।

অন্যদিকে যুদ্ধবিরতি এবং ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ায় আনন্দ উল্লাস করছেন গাজাবাসীরাও। হামাস বলছে, গাজা থেকে প্রতি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন মুক্তিপ্রাপ্ত ৯০ ফিলিস্তিনি বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা।