দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। পাঁচ দিনের সফরে ট্রাম্প মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় যাবেন। তিন দেশের এই সফরে বিনিয়োগ চুক্তি, আঞ্চলিক শান্তি প্রচেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। খবর সিএনএনের।
মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার এই সফরটি এমন এক সময়ে আসছে যখন মার্কিন সরকার অচলাবস্থা আরও এক সপ্তাহ ধরে চলছে, যার ফলে লক্ষ লক্ষ ফেডারেল কর্মী বেতন ছাড়াই রয়েছেন। রিপাবলিকান নেতা আশা করছেন- এই সময়ে তিনি বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং যুদ্ধবিরতি চুক্তিগুলো শেষ করে চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে সামনা-সামনি বৈঠকে বসবেন। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। আমাদের সঙ্গে তারও অনেক কিছু নিয়ে কথা বলার আছে। আমি মনে করি আমাদের একটি ভালো বৈঠক হবে। এর আগে ওয়াশিংটন এবং বেজিং একে অপরের রপ্তানির ওপর শুল্ক বৃদ্ধি করেছে এবং গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তির বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তবে চীন কোনো বৈঠকের পরিকল্পনা নিশ্চিত করেনি। ট্রাম্প প্রথমে যাবেন কুয়ালালামপুর, যেখানে রবিবার তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেখা করবেন।