ট্রেনের কামরায় হুলুস্থুল কাণ্ড। মুহূর্তেই পরিণত হলো যেন রণক্ষেত্রে। বার্থ কামরার দখল নিতে ২ তরুণীকে চুল ধরে নামানোর চেষ্টা করছে কয়েকজন যাত্রী, আর তাতেই পুরো কামরায় বেঁধে যায় হুলুস্থুল কাণ্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, প্রবল হট্টগোল চলছে ট্রেনটির কামরার ভেতরে। এসময় আচমকাই দুই তরুণীকে তাদের চুল ধরে টানাটানি শুরু করে কয়েকজন যাত্রী।
ট্রেনটিতে প্রচণ্ড ভিড় থাকায় তিলধারণের জায়গা ছিলো না। ১০ সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা গেছে কামরার ভেতর উপরের বার্থে বসে থাকা দুই তরুণীর চুল ধরে টানছে কয়েকজন যাত্রী। উপরের বার্থে শিশু কোলে নিয়ে বসেছিলেন এক ব্যক্তিও। তিনি ক্ষিপ্ত তরুণদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। কী কারণে এই চুলোচুলি তা অবশ্য ভিডিওটি দেখে বোঝা যায়নি। ভিডিওটি কোন ট্রেনে বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তার সঠিক কোনো তথ্যও পাওয়া যায়নি।
ভিডিওতে উল্লেখ রয়েছে ঘটনাটি ভারতের বিহারগামী একটি ট্রেনে ঘটেছে। যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর এর পরেই অন্তত কয়েক লাখ বার দেখা হয়েছে সেটি। ভিডিওটিতে ৩ হাজারের বেশি লাইক জমা পড়েছে, কমেন্ট করেছেন কয়েক হাজার মানুষ। দুই তরুণীর সঙ্গে রেলযাত্রীদের এমন আচরণ দেখে অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।