Image description
 

দৃষ্টিহীনদের জন্য আশার আলো নিয়ে এসেছে নতুন এক বৈপ্লবিক উদ্ভাবন। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক বিজ্ঞান সংস্থা সায়েন্স কর্পোরেশন তৈরি করেছে চালের দানার মতো ক্ষুদ্র একটি বায়োনিক চোখের ইমপ্লান্ট, যা কৃত্রিম দৃষ্টি (Artificial Vision) বাস্তবে রূপ দিতে পারে।

 

মাত্র ২ মিলিমিটার প্রশস্ত এই ‘PRIMA ইমপ্লান্ট’ চোখের রেটিনার নিচে স্থাপন করা হয় সার্জারির মাধ্যমে। এটি তারবিহীনভাবে সংযুক্ত থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অগমেন্টেড রিয়েলিটি চশমার সঙ্গে। চশমাটি পরিবেশের দৃশ্য সংগ্রহ করে, সেগুলোকে ইনফ্রারেড লাইট সিগনালে রূপান্তরিত করে ইমপ্লান্টে প্রক্ষেপণ করে। এরপর চিপটি রেটিনায় বেঁচে থাকা কোষগুলোকে উদ্দীপ্ত করে সরাসরি মস্তিষ্কে সিগন্যাল পাঠায়—ফলে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে আসে।

ইউরোপের পাঁচটি দেশে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অনেক রোগী আংশিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কেউ কেউ আবার মুখ চিনতে পারছেন, এমনকি অক্ষর পড়তেও সক্ষম হয়েছেন। লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতাল-এর চক্ষু বিশেষজ্ঞ ড. মাহি মুকিত বলেন, “এটি কৃত্রিম দৃষ্টিশক্তির এক নতুন যুগের সূচনা।”

 

বর্তমানে প্রযুক্তিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদন পেলে এটি এনএইচএস (NHS)–এর মতো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুক্ত হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, এটি নিউরো-ভিশন ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে অন্যতম যুগান্তকারী সাফল্য—যা স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়া মানুষদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে।