Image description
 

আসন্ন এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ায় ৩০ অক্টোবর বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা বাড়তে থাকায় এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি বিরল খনিজ রপ্তানিতে আরোপিত নিয়ন্ত্রণ শিথিল না করে, তবে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

 

দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও সাক্ষাৎ করবেন।