অবশেষে গাজায় যুদ্ধ বিরতির চুক্তিত কার্যকর। ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্মত হওয়া যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ মিনিটে কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, বন্দিকে মুক্তি দেওয়া হবে রবিবার ২ টার পরে। আরও চার জীবিত মহিলা জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্ত করা হবে।
দক্ষিণ গাজার খান ইউনিসের কাছ থেকে আল জাজিরার হিন্দ খৌদারি প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ফিলিস্তিনি এখন উত্তর এবং দক্ষিণ গাজার জাবালিয়া এবং রাফাহসহ এমন এলাকায় যেতে প্রস্তুত হবে যেখানে তাদের আগে অনুমতি দেওয়া হয়নি।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল থেকে গাজার লোকেরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। রাফাহ অভিমুখে অগ্রসর হতে শুরু করে। অনেক লোক তাদের মালপত্র একত্রিত করেছে। তারা ফিরে যেতে শুরু করার জন্য প্রস্তুত।
প্রতিবেদনে আরও বলা হয়, কিন্তু ওই বাসিন্দা এটাও জানে যে তাদের বেশিরভাগ বাড়িই সেখানে নেই। যুদ্ধে তাদের বেশির ভাগ বাড়িই গুড়িয়ে গেছে। তবুও বেশিরভাগ ফিলিস্তিনি বলছে, তারা ধ্বংসস্তূপের উপরে তাদের তাঁবু ফেলতে যাচ্ছেন। তারা তাদের আশেপাশের এলাকাগুলো মিস করেন।