
সাম্প্রতিক আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।
সোমবার আফগানভিত্তিক গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, "আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারও উপকারে আসে না। তাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী নীতির উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত।"
এসময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, আফগান প্রতিরক্ষামন্ত্রী এগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, 'এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের নীতিতে কখনো অন্য দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করা হবে না।'
তিনি আরো বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় কারও কোনো উপকার নেই, আলোচনার মাধ্যমেই চ্যালেঞ্জগুলি সমাধানের উপর জোর দিচ্ছে কাবুল।
মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ জোর দিয়ে বলেন যে যদি কোনও দেশ আফগানিস্তান আক্রমণ করে, তবে তারা সাহসের সাথে তাদের ভূমি রক্ষা করবে, আর মাতৃভূমি রক্ষায় তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি উল্লেখ করেন, 'আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।'
তিনি আরো বলেন, যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে, তবে সাহসের সঙ্গে ভূমি রক্ষা করা হবে। আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে।
আফগান প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, পাকিস্তান তার রাজনৈতিক প্রতিপক্ষদের 'সন্ত্রাসী' হিসেবে বর্ণনা করে। এই 'সন্ত্রাসী' শব্দটির কোন স্পষ্ট সংজ্ঞা কখনোই ছিল না। আফগানিস্তানের নীতি হলো, পাকিস্তানসহ অন্য কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন না করা।