Image description

হামাস আরও চারজন মৃত জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহগুলো কফিনে করে মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়।

এই হস্তান্তর এমন এক সময় হয়েছে, যখন ইসরায়েল সতর্ক করেছিল যে, হামাস সব (২৮ জন) মৃত জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় সাহায্য সীমিত করা হবে। এর আগে সোমবার হামাস ২০ জন জীবিত এবং ৪ জন মৃত জিম্মিকে ফিরিয়ে দিয়েছিল।

রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলও ৪৫ জন মৃত ফিলিস্তিনির মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন যুদ্ধবিরতি চুক্তি, যা ইসরায়েল ও হামাস উভয়ই গ্রহণ করেছে, সে অনুযায়ী সব মিলিয়ে ৪৮ জন জিম্মিকে সোমবার দুপুরের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল।

সব জীবিত জিম্মি ফেরত এলেও এখন ২০ জন মৃত জিম্মির মরদেহ ফেরত না আসায় হামাস ও ইসরায়েলি সরকার উভয়ের ওপরই চাপ বাড়ছে।