Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু সেখানে কভারে যে ছবি ব্যবহার করা হয়েছে তা পছন্দ হয়নি ট্রাম্পের। ফলে ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেছেন- ‘তারা আমার সম্পর্কে তুলনামূলকভাবে ভালো গল্প লিখেছে, কিন্তু ছবিতে আমার চুল ‘উধাও’ করে দিয়েছে। এটি সর্বকালের সবচেয়ে খারাপ ছবি হতে পারে।’

নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ওরা আমার চুল উধাও করে দিয়েছে। তারপর মাথার ওপরে কিছু একটা বসিয়েছে যা ছোট্ট ভাসমান মুকুটের মতো দেখাচ্ছে। একেবারে অদ্ভুত!’

ট্রাম্প ম্যাগাজিনটিকে ইচ্ছাকৃতভাবে ছবিটি ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছেন।

বিষয়টি নিয়ে তিনি আরও বলেছেন, ‘নিচ থেকে তোলা ছবি আমি কখনোই পছন্দ করিনি। কিন্তু এটা তো একেবারে ভয়ংকর ছবি। একে অবশ্যই ধিক্কার জানাতে হয়। ওরা কী করছে, আর কেন করছে?’

এর আগে গত ফেব্রুয়ারিতেও টাইম ম্যাগাজিনকে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় প্রকাশিত সংখ্যায় ওভাল অফিসে বসা সরকারি দক্ষতা অফিসের প্রধান ইলন মাস্কের একটি ছবি ছেপেছিল টাইম। তখন বিদ্রূপ করে ট্রাম্প বলেছিলেন, ‘টাইম ম্যাগাজিন কি এখনো টিকে আছে? আমি তো ভাবতাম ওরা বন্ধ হয়ে গেছে।’

টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যাটির শিরোনাম ‘হিজ ট্রিয়াম্ফ’ বা ‘তার বিজয়’। এটি প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন করার কৃতিত্ব দেওয়া হচ্ছে।