Image description

স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি। কিন্তু সেটা তো হলোই না, হলো না বেঁচে ফেরাও। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফারহানা ওয়াহেদ অমি নামে এই ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফারহানা অমি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেলবাজার এলাকায়।

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি রামদাসপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর ইটভাটার কাছাকাছি পৌঁছালে তারা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। সে সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটের স্তূপে গিয়ে পড়ে। এতে ফারহানা ওয়াহেদা ছিটকে ট্রাকের পাশে গিয়ে পড়েন এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাইহানুল নিজেও আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন।

এদিকে প্রিয় সহপাঠীকে হারিয়ে বুধবার জাবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে নেমেছে। বন্ধু-ব্যাচমেটদের পাশাপাশি শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নেতারাও।

অমির মৃত্যুতে শোক প্রকাশ করে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন সদস্যকে আমরা হারালাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। 

জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, আমরা একই বিভাগের শিক্ষার্থী ছিলাম। সে খুব বিনয়ী ছিল। আমরা পুরো বিশ্ববিদ্যালয় তার মৃত্যুতে গভীরভাবে  শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

 

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে পুলিশ।