
গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সত্ত্বেও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসবে না বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে এই সংঘাতের সমাধান অসম্ভব।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ অক্টোবর) নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে মেদভেদেভ বলেন, “ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি অবশ্যই প্রশংসনীয় পদক্ষেপ, কিন্তু এটি কোনো মৌলিক সমস্যার সমাধান নয়। জাতিসংঘের সুপরিচিত প্রস্তাবনা অনুযায়ী পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। যুদ্ধ চলতেই থাকবে—এটি সবাই জানে।”
এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, হামাস সোমবার সকালে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া হামাস চারজন ইসরায়েলি বন্দির মৃতদেহও হস্তান্তর করেছে।
এই চুক্তি বাস্তবায়িত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৯ সেপ্টেম্বরের শান্তি পরিকল্পনা অনুযায়ী, যার প্রথম ধাপে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় এবং পরবর্তী ধাপে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা বলা হয়েছে।
পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাস বিহীন গাজায় একটি নতুন শাসন কাঠামো, বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী এবং হামাসের নিরস্ত্র করণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ক্রমাগত হামলা ও ধ্বংসযজ্ঞে অঞ্চলটি কার্যত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।