দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসা মালয়েশিয়া এবার গাজার পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর পূর্ব লন্ডন মসজিদে এক সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার বলেন, ‘চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা প্রার্থনা করি যে, যুদ্ধবিরতি বজায় থাকবে। আমরা গাজার পুনর্গঠনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করব।’
দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামা আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, জাপানের আহ্বানে মালয়েশিয়া পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনি উন্নয়নের জন্য সহযোগিতামূলক সম্মেলন কনফারেন্স অন কোঅপারেশন এমং ইস্ট এশিয়ান কান্ট্রিস ফর প্যালেস্টিনিয়ান ডেভেলপমেন্ট (সিইএপিএডি) এর সহ-সভাপতির ভূমিকা পালন করবে। এই সম্মেলনে গাজার পুনর্গঠনকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
দেশটির বহুল প্রচারিত দি স্টার অনলাইন জানিয়েছে, মিশর, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় গাজার দীর্ঘ ১৫ মাসের সংঘাতের অবসান ঘটাতে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে অনলাইনটি আরো জানিয়েছে, ‘পুনর্গঠন এখন সময়ের দাবি। কিন্তু আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, এই সংঘাতে ৪৬,৭০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং দুই মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’
যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আনোয়ার পূর্ব লন্ডন মসজিদের ব্যবস্থাপনার কাছে ইংরেজি অনুবাদসহ পবিত্র কুরআনের কপি উপহার দেন। পরবর্তীতে তিনি বৃটিশ মুসলিম কাউন্সিলের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
গাজার মানুষের প্রতি এই সমর্থন এবং সহায়তার ঘোষণা মালয়েশিয়ার দীর্ঘদিনের ফিলিস্তিনপ্রীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে।