
ইসরায়েলি সামরিক বাহিনীকে সমরাস্ত্র সরবরাহ করা দেশগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তবে এদের মধ্যে ব্রিটেন বর্তমানে শীর্ষে অবস্থান করছে। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর সম্প্রতি এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, গাজায় আগ্রাসন ও গণহত্যা চলমান থাকা সত্ত্বেও চলতি বছর ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে যুক্তরাজ্য।
প্রতিবেদনে বলা হয়, মাত্র নয় মাসে ব্রিটেন থেকে ইসরায়েলে ১ মিলিয়ন পাউন্ড মূল্যের গোলাবারুদ রফতানি করা হয়েছে, যা গত তিন বছরের মোট আমদানির দ্বিগুণ। শুধু গুলি নয়, এর সঙ্গে বিভিন্ন ধরনের সমরাস্ত্র, ড্রোনের যন্ত্রাংশ ও সামরিক প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
চ্যানেল ফোরের তথ্যমতে, গত মাসেই ইসরায়েলি বাহিনীর হাতে ব্রিটেন থেকে সবচেয়ে বেশি মূল্যের সমরাস্ত্র পৌঁছেছে। এ সময় গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাজারো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই পরিস্থিতিতে ব্রিটেনের এমন অস্ত্র রফতানি আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা বিদ্যমান রপ্তানি নীতিমালা অনুযায়ীই অস্ত্র বিক্রি করছে এবং প্রতিটি লাইসেন্স ‘কঠোর পর্যালোচনা’র মধ্য দিয়ে অনুমোদন দেওয়া হয়।
চ্যানেল ফোরের এই প্রতিবেদন প্রকাশের পর ব্রিটেনে সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংসদীয় বিরোধীদল ও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের দাবি আরও জোরালো হয়েছে।