রাশিয়া সেনাবাহিনীতে কর্মরত ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনীতে মোট ১২৬ জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ফিরে এসেছেন। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন কোথায় আছেন, সে বিষয়ে কোনো খবর মেলেনি। রাশিয়ার তরফে তাদের নিখোঁজ বলে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরো বলেন, নিখোঁজ ভারতীয়রা কোথায় আছেন, সেটা নির্ধারণ করতে আমরা রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আর যারা এখনও (রাশিয়ান সেনায়) আছেন, তাঁদের দ্রুত ছেড়ে দেওয়া এবং (ভারতে) ফেরত পাঠানোর বিষয়েও যোগাযোগ বজায় রাখছি।
সূত্র : এএনআই