Image description

জাতিসংঘের প্রোগ্রামে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়ে বের হওয়ার সময় ভিআইপি মুভমেন্টের ট্রাফিকে আটকা পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েলে ম্যাক্রোঁ। গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ অফিসারকে নিজের পরিচয় দিলেও তাকে যেতে দেওয়া হয়নি।সেই পুলিশ জানায় ‘দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের বহর আসছে। তা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে।’ 

এই কথা শুনে ম্যাক্রো ফোন দিলেন ট্রাম্পকে, ঠাট্টার মতো করে বললেন - ‘অনুমান করুন? আমি রাস্তায় আটকে আছি কারণ আপনার জন্য সবকিছু অবরুদ্ধ করা হয়েছে!’ এরপর পায়ে হেঁটে তিনি ফ্রান্স এম্বেসিতে চলে যান ফোনে কথা বলতে বলতে। তবে তিনি ক্ষোভ প্রকাশ করেননি, বেশ মজার ছলেই কথা বলেছে। 

হাঁটার সময় অনেক পথচারীর সঙ্গে গল্প করেন ম্যাক্রোঁ। তার নিরাপত্তা প্রহরীরা বারবার সরিয়ে দিলেও তিনি বাধা দিচ্ছিলেন এবং সেলফি তুলছিলেন।