Image description
 
 

গাজায় গণহত্যার প্রতিবাদ জানাতে এবার বিশ্বব্যাপী সরব হয়েছেন চার শতাধিক অভিনেতা ও শিল্পী। ইসরায়েলি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে তারা তাদের গান বয়কট করার ঘোষণা দিয়েছেন। খবর আনাদুলু এজেন্সি

গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন ফিলিস্তিনি শিশুরা। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণহত্যাকারীদের জন্য কোনো মিউজিক নয়’ এমন স্লোগান সামনে রেখে এসব গায়ক ও শিল্পী ইসরায়েলি প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

 

এই পদক্ষেপে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক, স্কটিশ গ্রুপ প্রাইমাল স্ক্রিম এবং আমেরিকান ইন্ডি অ্যাক্ট জাপানিজ ব্রেকফাস্টের মতো প্রতিষ্ঠান। এ ছাড়া রয়েছেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যারোল কিং, জাপানি পপ তারকা রিনা সাওয়ায়ামা এবং ডেনিশ শিল্পী মো।

 

এক বিবৃতিতে আয়োজনকারী সংস্থা সনি, ইউনিভার্সাল এবং ওয়ারনার মতো প্রতিষ্ঠানগুলোকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে তারা যেভাবে এর প্রতিবাদ জানিয়েছিল, ঠিক একইভাবে গাজায় ইস্যুতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।