
ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির ক্ষেত্রে ৮টি শর্ত দিয়েছে সরকার। শর্তগুলো নিচে দেওয়া হলো:
১. রপ্তানি নীতি ২০২৪-২৭-এর বিধি-বিধান অবশ্যই মেনে চলতে হবে।
২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করবে।
৪. পরবর্তী আবেদনের সময় আগের অনুমোদিত পরিমাণের প্রকৃত রপ্তানি সংক্রান্ত সব প্রমাণপত্র জমা দিতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না।
৬. প্রতিটি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ 'ASYCUDA World System' পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে না, তা নিশ্চিত করবে।
৭. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনো উপ-ঠিকাদারকে কাজ দিতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করতে পারবে।