
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে সম্প্রতি নেপালে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। এবার সেই ঘটনাকে সামনে এনে পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং।
গত ১১ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার বারাকপুরে আয়োজিত এক কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, “রক্তপাত ছাড়া দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান হয় না।” একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে হলে নেপালের মতো গণঅভ্যুত্থান জরুরি।
অর্জুন সিংয়ের এই বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, তিনি কেবল উসকানিমূলক মন্তব্যই করেননি, বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হত্যার হুমকিও দিয়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা দায়ের হয়েছে।
বিতর্কের জেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সতর্কবার্তা দিয়ে বলেন, “বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকতে হবে।”
তবে একাধিক মামলা ও সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে আসেননি অর্জুন সিং। তিনি পুনরায় জানান, “বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকার উৎখাতের জন্য গণঅভ্যুত্থান প্রয়োজন।”
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা মন্তব্য করে বলেন, মুখ্যমন্ত্রী যদি নেপালের দিকে নজর দেন, তবে বাংলাদেশের সীমান্তেও নজর দেওয়া উচিত। সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে।