Image description
 

দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার কয়েক দিন পরই নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত মঙ্গলবার দোহায় ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বিপর্যস্ত করার আশঙ্কা তৈরি করে। ট্রাম্পও হামলাকে একতরফা ও মার্কিন–ইসরায়েলি স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন।

গাজা সংকট সমাধান ও যুদ্ধবিরতি আলোচনায় কাতার দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণেই ওয়াশিংটন দেশটিকে উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্র হিসেবে দেখে। হামলার পরও কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যস্থতার দায়িত্ব থেকে তারা সরে দাঁড়াবেন না।

 

কাতারি নেতার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে। প্রায় গোটা গাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তীব্র খাদ্যসংকটে পড়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ অভিযানকে ‘গণহত্যা’ বললেও ইসরায়েল তা অস্বীকার করছে।