
গাজার ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক উদ্যোগের অংশ হিসেবে যাত্রা শুরু করেছে নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। মানবিক এই নৌবহরে অংশ নেওয়া একজন ইতালির ক্লাউদি।
তিনি ইরনি সংবাদ সংস্থা মেহেরকে বলেন, 'সুমুদ' মানবিক ফ্লোটিলা ফিলিস্তিনের প্রতি সংহতির একটি বড় দৃষ্টান্ত।
তিনি জানান, জেনোয়া, সিসিলি এবং সার্ডিনিয়া থেকে সাহায্যবাহী জাহাজগুলো ইতালির কাটানিয়া শহরে একত্রিত হচ্ছে।
ক্লাউদিও আরও জানান, তিনি এবং আরও কয়েকজন ইতালীয় এই জাহাজগুলোর সঙ্গে গাজায় সাহায্য পৌঁছে দিতে এবং অবরোধ ভাঙতে যাচ্ছেন।
তিনি আরও জানান, ইতালি ও তিউনিসিয়া থেকেও আরও জাহাজ এই ফ্লোটিলায় যুক্ত হচ্ছে, ফলে এখন প্রায় ৪০টি জাহাজে পাঁচ শতাধিক মানুষ অংশ নিচ্ছেন।
ক্লাউদিও ব্যাখ্যা করেন, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও প্রতিরোধই তাকে আবারও এই যাত্রায় অংশ নিতে অনুপ্রাণিত করেছে, যদিও আগেও তিনি গ্রেফতার ও কারাবরণ করেছেন। তবে ইসরাইলের হুমকি বা চাকরি হারানোর ভয় তার নেই বলেও জানান তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে ক্লাউদিও বলেন, নেতানিয়াহু একজন অপরাধী যার উদ্দেশ্যই হলো মানুষ হত্যা করা।