আমেরিকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব ধনকুবের ইলন মাস্কের কাছে বিক্রি করে দেওয়া হবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিরেট কল্পকাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমন মন্তব্য করেছেন টিকটকের এক মুখপাত্র।এর আগে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব ধনকুবের মাস্কের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে চীন।
টিকটক বলছে, তারা আমেরিকায় কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব বিক্রি করবে না।এ প্রসঙ্গে টিকটকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘নিরেট কল্পকাহিনী নিয়ে মন্তব্য আমাদের কাছ থেকে আশা করা যায় না।’
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাইটড্যান্সকে শেষ পর্যন্ত টিকটক বিক্রির জন্য ‘বাধ্য’ করা হতে পারে।যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতের এক আদেশে সম্প্রতি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ব্যবসা আগামী ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে হবে। মার্কিন কোনো কোম্পানির কাছে জনপ্রিয় এই অ্যাপ ওই সময়ের মধ্যে বিক্রি না করলে এটিকে নিষিদ্ধ করা হবে।
এদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদে অ্যাপটি নিষিদ্ধের জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও সম্প্রতি বলেছেন, তিনি টিকটককে ‘বাঁচাতে’ চান।মার্কিন কংগ্রেসের ভয় যে টিকটকের চীনা মালিকেরা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য এই সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগাচ্ছে। কংগ্রেস একটি আইন পাস করেছে, যাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে টিকটকের যে কোম্পানি, চীনের বাইটড্যান্সকে তা বিক্রি করতে হবে। নতুবা এটিকে নিষিদ্ধ করতে হবে।টিকটক যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি মানুষ ব্যবহার করে, যা দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক।