Image description

ফেসবুকে একই ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ও বাংলাদেশের আওয়ামী লীগ এক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার। 

বুধবার (২৭ আগস্ট) দুজনই তাদের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে একই ছবি পোস্ট করেন। যার ক্যাপশন ও প্রতিক্রিয়ায় নেটমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নিঝুম মজুমদার বললেন এই ছবিটা নাকি বাংলাদেশের জাতীয় ভাইরাল ছবির তকমা পাবে। অনেক জায়গায় চিড় বিড় বাড়বে। সত্যি নাকি?’

তার পোস্টটির কমেন্ট সেকশনে প্রতিক্রিয়াও জমে ওঠে। আসিক নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘দুই দেশের দুই হারপিক একসাথে, দুইটার ক্যারেক্টার ও আবার সেম, এদের দায়িত্ব যা বলা মিথ্যা বলা এবং ভূয়া খবর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা৷’

অন্যদিকে ব্যারিস্টার নিঝুম মজুমদার একই ছবি পোস্ট করে লেখেন, ‘আবার আপলোড দিলাম। লাগতেসে? তাইলে ঠিকি আছে।’ তবে তিনি তার পোস্টে কমেন্ট বক্স বন্ধ রাখেন। তাই সেখানে অন্য কেউ মন্তব্য করতে পারেননি।