
বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বাড়ানোয় ওয়াশিংটনের চাপের মুখে রয়েছে নয়া দিল্লি। এমনকি এ নিয়ে কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চাপ মেনে নেবে না দেশটি।
রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের মূল লক্ষ্য। এজন্য রাশিয়া ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা হয়েছে। তার মতে, এই সম্পর্ক শুধু ভারতের জন্যই নয়, বিশ্ববাজারে তেলের দামে ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোকে আর্থিকভাবে সহায়তা করছে ভারত। এ প্রসঙ্গে বিনয় কুমার বলেন, মার্কিন সরকারের অভিযোগ ও শুল্ক আরোপের হুমকি অযৌক্তিক, অন্যায় ও গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, “ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই তেল কিনবে ভারত।”
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরও একই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “যারা নিজেদের মুক্ত বাণিজ্যের সমর্থক দাবি করে, তারাই এখন অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে যা ভীষণ হাস্যকর।”
ওয়াশিংটনের কড়া অবস্থান সত্ত্বেও নয়া দিল্লি যে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, ভারতীয় কূটনীতিকদের বক্তব্যে তা স্পষ্ট।