
গাজা শহর দখলের জন্য চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে সৈন্যদের ‘সবুজ সংকেত’ দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাকি সকল বন্দীকে ফিরিয়ে দেওয়ার এবং প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছেন, তবে ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তাবলী অনুসারে।
বৃহস্পতিবার গাজার কাছে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, তিনি এখনো ফিলিস্তিনি ছিটমহলের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ কেন্দ্র গাজা শহর দখল, প্রায় ১০ লক্ষ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি পদ্ধতিগতভাবে ধ্বংস করার পরিকল্পনা অনুমোদনের জন্য বদ্ধপরিকর।
নেতানিয়াহু বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আছি। একই সঙ্গে আমি আমাদের সকল জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ জারি করেছি।’
আল জাজিরা সূত্রে জানা গেছে, নেতানিয়াহু চূড়ান্ত অনুমোদন দেওয়ার কয়েক দিনের মধ্যেই গাজা সিটিতে ব্যাপক অভিযান শুরু হতে পারে।
ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই সেখানে আক্রমণ তীব্র করেছে এবং গত ১০ দিনে ইসরায়েলি ট্যাঙ্কগুলি গাজা শহরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।