Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে আন্তর্জাতিক সংকট সমাধানের কৃতিত্ব দাবি করলেও চীনা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে তার মধ্যস্থতার পদ্ধতি উল্টো নতুন সংঘাতের জন্ম দিতে পারে।

 

চীন ইনস্টিটিউটস অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন্সের (CICIR) গবেষক ঝাং লুওওয়ে এক বিশ্লেষণে লিখেছেন, ট্রাম্পের কূটনৈতিক কৌশল আসলে শক্তির রাজনীতি নির্ভর, যা দীর্ঘমেয়াদে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে প্রমাণিত হচ্ছে।

গত সপ্তাহে সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রবন্ধে তিনি উল্লেখ করেন, ট্রাম্প সবসময় উচ্চপ্রচারমূলক ভূমিকা রাখতে চান এবং একধরনের কড়াভাবে কাজ করেন। তার মধ্যস্থতার ধরন হলো—আমেরিকার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে আঞ্চলিক বিরোধে জোরপূর্বক হস্তক্ষেপ করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর চাপ প্রয়োগ করে কথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করানো।

 

চীনা বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্প ঐতিহাসিক জটিলতাকে ছোটখাটো 'স্কুলের মাঠের ঝগড়ার' মতো সরল করে দেখেন, যা ভবিষ্যতে আরও উত্তেজনা বাড়াতে পারে।