
পাকিস্তানে অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪০ ছাড়িয়েছে। তাদের বেশিরভাগই আকস্মিক বন্যার পানিতে ভেসে অথবা ভবন ধসে মারা গেছেন।
শনিবার পাকিস্তানের গণমাধ্যম ডনের বরাতে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, খাইবার পখতুনখোয়া প্রদেশের বোনার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এই জেলাতেই দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া শাংলায় ৩৬, মানসেরায় ২৩, স্বাতে ২২, বজাউরে ২১ এবং বাটাগ্রামে ১৫ জনের মৃত্যু হয়েছে। লোয়ার দির, গিলগিত-বালতিস্তান ও আজাদ কাশ্মিরেও হতাহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া উদ্ধারকাজে নিয়োজিত একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন।
বন্যা ও ভূমিধসে বহু ঘরবাড়ি, স্কুল, সেতু ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও জরুরি সেবাদানকারী দল কাজ করছে। সরকার জরুরি অবস্থা জারি করে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অতিরিক্ত ত্রাণ ও সরঞ্জাম পাঠিয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাত এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বৃষ্টি অব্যাহত থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।