Image description

‘আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না’, সাংবাদিকদের এমন কথা বলেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হতে ওয়াশিংটন থেকে আলাস্কার উদ্দেশে যাত্রা শুরু করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তবে বৈঠক শেষে সেই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা না দিয়েই মঞ্চ ত্যাগ করলেন তিনি। খবর বিবিসি

বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

তবে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। বলেন, আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে।

সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনিও ‘আন্তরিকভাবে আগ্রহী’। এই যুদ্ধকে ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে।