
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি হন। এই সফরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন পুতিন। সাক্ষাৎকারে এ অভ্যর্থনা নিয়ে রুশ মিডিয়া ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এ অভ্যর্থনা নিয়ে রুশ মিডিয়া উচ্ছ্বাস প্রকাশ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক মাধ্যমে বলেছেন, বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। অথচ আজ আমরা দেখছি, সেই রাশিয়ার প্রেসিডেন্টকে সম্মানের সঙ্গে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হচ্ছে। রুশ সংবাদমাধ্যমে এ বক্তব্য ব্যাপকভাবে প্রচার পেয়েছে।
এছাড়াও রুশ রাজনীতিবিদরাও এ ঘটনাকে মস্কোর জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করছেন।
এই বৈঠকে ট্রাম্প এবং পুতিন উভয়ই দাবি করেছেন যে তাদের মধ্যে “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে। তবে ট্রাম্প সরাসরি বলেছেন, কোনো চুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন আসলেই চুক্তি হবে—অর্থাৎ, আলোচনা এখনও চলমান।
পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ তখনই শেষ হতে পারে, যখন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলিকে সম্মান করা হবে। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে আহ্বান জানান যেন তারা রাশিয়ার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে।
বৈঠকের শেষে পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান, এবং বলেন, পরেরবার মস্কোতে দেখা হবে। ট্রাম্প উত্তরে জানান, তিনি এই প্রস্তাব নিয়ে কিছুটা চাপে পড়বেন, তবে সম্ভবত তিনি যাবেন। এটি রাশিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পর্কোন্নয়নের একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।