
ভারতে আধার কার্ড, প্যান বা ভোটার আইডি নাগরিকত্বের কোনো প্রমাণ নয় বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার বিহার রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আধার আইনের ৯ নম্বর ধারাতেই বলা রয়েছে এটি নাগরিকত্বের নথি নয়।’
এদিকে মুম্বাই হাইকোর্টে অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বিচারপতি বলেন, ‘আধার কার্ড, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি জানাতে পারেন না। এই নথিগুলো শুধু পরিষেবা পাওয়া ও শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।’
বাবু আবদুর রউফ নামের এক ব্যক্তি মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে তিনি ভুয়া নথি দেখিয়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড পেয়েছিলেন। গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাইকোর্ট তার জামিন বাতিল করার সময় মঙ্গলবার এ মন্তব্য করেন।