Image description

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আল জাজিরার

 

স্থানীয় সময় সোমবারের (১১ আগস্ট) এই হামলা সম্পর্কে অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একজন ত্রিশোর্ধ্ব পুরুষ এবং তার মানসিক সমস্যার ইতিহাস রয়েছে।

পুলিশ জানায়, গুলি চালানোর পর ওই ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে, কাছের একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি চুরি করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। হতাহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ প্রধান ডেভিস বলেন, “আজ অস্টিনের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দিন। এটি আমাদের সবার জন্যই কষ্টের সময়।” এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে এই ঘটনাকে “বিধ্বংসী পরিস্থিতি” বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “আমার হৃদয় ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে আছে। এটি এক জঘন্য ও কাপুরুষোচিত বন্দুক সহিংসতার ঘটনা।”

প্রসঙ্গত, গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটির একটি ওয়ালমার্ট স্টোরে এক ব্যক্তি ছুরি মেরে ১১ জনকে আহত করে। ওই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে “সন্ত্রাসবাদ” এবং একাধিক হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, জুলাই মাসের শেষ দিকে নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউন এলাকায় ২৭ বছর বয়সী এক ব্যক্তি গুলি করে পাঁচজনকে হত্যা করে, যা শহরটিতে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা।