Image description

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজা উপত্যকার সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের তিন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এসব ছবি পর্যালোচনা করে জানিয়েছেন—এটি সম্ভবত নতুন এক বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত।

 

চিত্রগুলোতে সেনাদের চলাচল ও বাহিনীর অবস্থান এমনভাবে ধরা পড়েছে, যা তাদের কাছে সম্ভাব্য ব্যাপক সামরিক অভিযানের লক্ষণ বলে মনে হয়েছে।

এ পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে, যখন মানবিক সহায়তা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে ওই ব্যক্তিগত ফোনালাপ চিৎকার-চেঁচামিচিতে গড়ায় বলে জানা গেছে।

তবে ইসরাইল সত্যিই নতুন অভিযান চালাবে কি না, নাকি এটি আলোচনায় চাপ সৃষ্টি বা কূটনৈতিক কৌশলের অংশ—তা এখনও পরিষ্কার নয়।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যদি অভিযান শুরু হয়, তবে তাতে হামাসের হাতে থাকা বন্দিদের উদ্ধারের পাশাপাশি যুদ্ধবিহীন এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগও থাকতে পারে।

২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে ইসরাইলের স্থল অভিযান গাজায় চলছে, যদিও দুই দফা যুদ্ধবিরতির সময় তা বন্ধ ছিল। 

সূত্র: আনাদোলু এজেন্সি