
ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার এক্সে তিনি লিখেছেন, ‘গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে।’
পোস্টে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র একটি মন্তব্যও শেয়ার করেন, যেখানে ওয়াং বলেন—শুল্ককে অন্য দেশ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদ ও ডব্লিউটিও নিয়ম লঙ্ঘন করে; এটি অজনপ্রিয় ও টেকসই নয়।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমে বাণিজ্য চুক্তির তালিকায় ছিল ভারত। কিন্তু কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত না করা এবং রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় আলোচনায় অগ্রগতি হয়নি। এর পরই ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ এবং পরে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। প্রথম ধাপের শুল্ক বৃহস্পতিবার কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২৭ আগস্ট।
এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনের ওপরও শুল্ক বাড়ানো হতে পারে। তিনি বলেন, হতে পারে, আমি জানি না। আমরা ভারতকে দিয়েছি, হয়তো আরও কয়েকটি দেশকে দেব, চীনও থাকতে পারে।
রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক তিন দেশ হলো ভারত, চীন ও তুরস্ক। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবারের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোকে ‘পরোক্ষ শুল্ক’ দিতে হবে।
চলতি বছরের শুরুতে চীন-যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওয়াশিংটন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক বসায়, পাল্টায় চীনও ১২৫ শতাংশ শুল্ক দেয়। বছরের শেষে বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে। একই সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীন যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে।
সূত্র : ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস